ক্লাস বাদ দিয়ে শ্রেণিকক্ষে বিছানা পেতে ঘুমিয়ে থাকেন শিক্ষকরা

মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : বুধবার, ২০২৩ অক্টোবর ০৪, ০৫:৪৮ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককরা পাঠদান ফাঁকি দিয়ে ঘুমিয়ে সময় কাটান বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি শ্রেণিকক্ষে তাদের আরাম করে ঘুমানোর জন্য সাজিয়ে রাখা আছে বিছানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিলবিলাস-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ২৩০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য ৮জন শিক্ষক কর্মরত থাকলেও অধিকাংশ শিক্ষক ২-১টি ক্লাস করিয়ে বিদ্যালয়ের আইসিটি ও নামাজের কক্ষসহ বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ঘুমিয়ে সময় কাটান। এমনকি তারা আরাম করে ঘুমানোর জন্য বিদ্যালয় শ্রেণিকক্ষে বাড়ি থেকে বিছানা ও বালিশ এনে সাজিয়ে রেখেছেন। শিক্ষকরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় প্রধান শিক্ষকের নিষেধ ও নির্দেশনা আমলে নেন না বলেও অভিযোগ রয়েছে। এমনকি এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় একবার একজোট হয়ে সব শিক্ষকরা মিলে প্রধান শিক্ষককে অফিস রুমে দীর্ঘ সময় আটকে রেখেছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম বলেন, সবাই যখন খেতে গেছে তখন আমি বুকে ব্যথায় অসুস্থ হয়ে এখানে চেয়ারে উপরে শুয়েছিলাম। তখন এক ম্যডাম এসে আমার ছবি তুলেছিল।

অপর সহকারী শিক্ষিকা মোসা. হোসনেয়ারা বুলবুল বলেন, আমি অসুস্থ। পায়ে ব্যথায় হাঠতে পারি না। স্কুল বিরতির সময় আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম।

ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক রেহেনা বেগম বলেন, আমি শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করলে আমাকে নাজেহাল করা হয়। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। একবার প্রতিবাদ করায় আমাকে অফিস রুমে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। আমাকে চিকিৎসার জন্য পাবনা যেতে বলে অপমান করা হয়। আমি এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ওয়ালীউল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework